ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ২৮শ’ পরিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
উল্লাপাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ২৮শ’ পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল ২ হাজার ৭৬১টি পরিবার।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাঈমুড়ী এলাকায় এ সংযোগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সংসদ সদস্য বলেন, ‘আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার।

আওয়ামী লীগ যখনই এ দেশে ক্ষমতায় এসেছে তখনই বাংলার প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর বিএনপি ক্ষমতায় এসে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। ’

সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জেনারেল ম্যানেজার হাসান আহম্মেদ মজুমদার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা, জেলা পরিষদের সদস্য হাফিজুর রহমানস ও সংরক্ষিত মহিলা সদস্য রিবলী ইয়াসমিন কবিতা প্রমুখ।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তত্ত্বাবধানে ৮ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাঈমুড়ী এলাকার ২ হাজার ৭৬১টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।