ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় আটক ১৪ জুয়াড়ি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
সিংড়ায় আটক ১৪ জুয়াড়ি কারাগারে আটক ১৪ জুয়াড়ি

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় জুয়া খেলার দায়ে ১৪ জুয়াড়িকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার সুকাশ বাজারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সুকাশ ইউনিয়নের বিভিন্নস্থানে প্রতিনিয়ত বসছে জুয়ার আসর। এছাড়া জুয়া খেলার কারণে পারিবারিক কলহ-বিবাদ বেড়েই চলেছে। এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জুয়াড়িকে আটক করে পুলিশ।

তাদের বিরুদ্ধে থানায় মামলা করে দুপুরে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।