ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাবলিক তথ্য দেবে, কাজ করবে পুলিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, ডিসেম্বর ২৪, ২০১৭
পাবলিক তথ্য দেবে, কাজ করবে পুলিশ  কমিউনিটি পুলিশিং সমাবেশে বক্তব্য রাখছেন পুলিশ সুপার সীমা রানী সরকার/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: পাবলিক তথ্য দেবে, কাজ করবে পুলিশ। এটাই কমিউনিটি পুলিশিংয়ের মূল ভিত্তি। স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করে অপরাধ নির্মূলে ভূমিকা রাখা তাদের দায়িত্ব। কোনো অপরাধ যেন না ঘটে এজন্য আগেভাগেই মানুষ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবে। পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। 

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে বোকাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশে ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার একথা বলেন।  

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, যারা মাদক বেচাকেনা করবে তাদের কোনো ছাড় নেই।

ইভটিজারদের সম্পর্কে তথ্য দিতে হবে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেবে।  

স্থানীয় ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসনে, সাবেক মেয়র হাবিবুর রহমান হবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান জুয়েল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।