ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার 

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
রাবিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে ‘গ্লোবাল ইন্টারন্যাশনাল রিলেশনস’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।  
সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভারতের সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শরিফুল ইসলাম।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতিতে পাঠদান করানো হয়, তা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সম্পর্ক নয়। এটি কেবল আমেরিকান এবং ইউরোপের মধ্যকার আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা যেমন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়গুলোকে সংযুক্ত করতে হবে। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককেও এতে যুক্ত করতে হবে। তবেই আমাদের দেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পাঠদান আরো সমৃদ্ধি লাভ করবে।

অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্নের ওপর আমন্ত্রিত অতিথিরা আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।