ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

ঢাকা: ধামরাইয়ে পুলিশ পরিচয়ে তিন বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাকরান গ্রামের ওয়ারেছ (৫০), মহসিন (৪৫) ও আব্দুল মুন্নাফের (৫৬) বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল ওয়ারেছ বাংলানিউজকে  জানান, রাতে একদল ডাকাত পুলিশ পরিচয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ঘরের দরজা খুলতে বলে।

দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ ভরি স্বর্ণ, চার ভরি রোপা, নগদ এক লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় তারা চিৎকার শুরু করলে তাদের মারধর করে ডাকাতরা পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। তাদের মারধর করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদ আল মামুন বাংলানিউজকে বলেন, আমার কাছে ওযার্ড সদস্যসহ কয়েকজন লোক এসেছিলেন। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।