ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেলো তরুণের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেলো তরুণের

যশোর: যশোরের মণিরামপুরে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে রাসেল কবির (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাশিমনগর ইউনিয়নের হুমাতলা হাজীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।  

রাসেল ওই ইউনিয়নের ইত্যা পশ্চিমপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

তিনি টাইলস মিস্ত্রির কাজ করতেন।

স্থানীয় কাশিমনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিএম আহাদ আলী বাংলানিউজকে বলেন, রাসেল মোটরসাইকেল কেনার প্রস্তুতি নিয়েছিলেন। এজন্য গত তিন-চার দিন ধরে অন্যের মোটরসাইকেল নিয়ে চালানো শিখছিলেন। একইভাবে মঙ্গলবার বিকেল থেকে মোটরসাইকেল চালানো অবস্থায় হুমাতলা হাজীবাড়ির সামনে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাসেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ইউজি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।