ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টাকালে আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
উল্লাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টাকালে আটক ৮ উল্লাপাড়ায় জালভোট দেওয়ার চেষ্টাকালে আটক ৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আট জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোনাগাঁতী কেসি দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শরিফুল ইসলাম (১৮), আল-মামুন (১৩), কোরবান আলী (১২), ফাহিম (১২), শামীমা (১৬), শিউলি (২০), তানিয়া (১৬) ও হাসান কবির (১৮)।

 

সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বাংলানিউজকে জানান, আটকরা ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে পছন্দের প্রার্থীকে জাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

বর্তমানে আটকদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণ বিধি-২০১৬ আইনে তাদের সাজা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।