গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় পুড়ে যাওয়া ওই বস্তি এলাকা শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে পরিদর্শন এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন তিনি।
পরে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণসহ সব সহায়তা দেওয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার সব সময় সাধারণ মানুষের পাশে ছিল ও রয়েছে। অসহায়-গরীব মানুষের ভাগ্যের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন- নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম।
এদিকে, দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৯৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে একটি ল্যাপটপ ও একটি প্রজেক্টর তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করার জন্য বর্তমান সরকার শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে তৃণমূল পর্যায়ে ডিজিটাল প্রযুক্তির সুযোগ-সুবিধা পৌঁছে দিচ্ছে। বিদ্যালয়ে মাল্টি মিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। আধুনিক শিক্ষা কার্যক্রম চালু করায় শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএস/আরআইএস/