তিনি দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকনকে ৬ ভোটে পরাজিত করেছেন। মহিউদ্দিন ৪৪ ভোট ও আতাউল করিম খোকন ৩৮ ভোট পেয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে প্রেসক্লাব নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট এ.এইচ.এম.খালেকুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন-মো. নওয়াব আলী (৪৭ ভোট) ও অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন (৪০ ভোট)। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন দৈনিক কালের কন্ঠের ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নেয়ামুল কবির সজল (৪৪ ভোট)।
যুগ্ম সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ ব্যুরো প্রধান সাইফুল মাহমুদ ১৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান এম.এ.মোতালেবকে।
সাইফুল মাহমুদ ৪৭ ও এম.এ.মোতালেব পেয়েছেন ৩২ ভোট।
বিভাগীয় সম্পাদক পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিজয়মালা পরেছেন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায় (৪৪ ভোট), একুশে টিভির আতাউর রহমান জুয়েল (৪১ ভোট), প্রকৌশলী নজরুল ইসলাম (৪৩ ভোট) ও মো. মোস্তাফিজুর রহমান (৪৩ ভোট)।
সদস্য পদে বিজয়ীরা হলেন-অ্যাডভোকেট আনিসুর রহমান হাতেম (৪৬ ভোট), অ্যাডভোকেট আনোয়ারুল হাসান রুমি (৪২ ভোট), ডা. কে.আর ইসলাম (৫০ ভোট), মীর গোলাম মোস্তফা (৫১ ভোট), মো. বাবুল হোসেন (৪৫ ভোট), রবীন্দ্রনাথ পাল (৪১ ভোট) ও মো. আব্দুল হাশিম (৪১ ভোট)।
বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) মহাসচিব মো. শামসুল আলম খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিনকে অভিনন্দন জানান।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এমএএএম/আরআর