ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘পদ্মাসেতু হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে দক্ষিণাঞ্চলে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
‘পদ্মাসেতু হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে দক্ষিণাঞ্চলে’ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানের মঞ্চে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ অন্যান্য অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ হলে দেশের দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বরিশালের অশ্বিনী কুমার হলে মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন।

কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে। পদ্মাসেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র।

আমু বলেন, দেশের সব মাদ্রাসা সরকারি করা সম্ভব নয়। এছাড়া পুরাতন কয়েকটি স্কুল ছাড়া কোনো স্কুল সরকারি করা হয়নি। বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান সরকারিকরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আমু আরো বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করছেন। তার কাছে দাবির কিছু নাই। তিনি এ অঞ্চলের উন্নয়নের সময় উপযোগী পদক্ষেপ নেবেন। যা করছেন জাতির স্বার্থেই করছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-  পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুনেচ্ছা আফরোজ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু। এছাড়া বক্তব্য রাখেন- বিভাগীয় সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক শান্ত ইসলাম, শহিদুল ইসলামসহ জেলা ও বিভাগীয় কমিটির নেতারা।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।