ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২ স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
চাঁদপুরে ২ স্কুলছাত্রীর আত্মহত্যা

চাঁদপুর: চাঁদপুরে ফারজানা আক্তার (১৫) ও ফেরদৌসি আক্তার (১৫) নামে দুই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া ও ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফারজানা প্রফেসর পাড়া মাঝি বাড়ির দুলাল গাজীর মেয়ে।

সে শহরের পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। ফেরদৌসি পাইকপাড় গ্রামের মানিক সরদারের মেয়ে। সে পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো।

ফারজানার স্বজনরা বাংলানিউজকে জানায়, ফারজানা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ফেরদৌসির স্বজনরা বাংলানিউজকে জানায়, পরিবারের লোকজনের অগোচরে ফেরদৌসি গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নুরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।