ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম (২৬) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডিবি পুলিশের তিন সদস্য আহত হন। 

রোববার (৩১ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামীম কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে।

আহতেরা হলেন-কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন, কনস্টেবল দেলোয়ার ও কামাল ।

কুমিল্লা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় টহল দেওয়ার সময় ডিবি পুলিশের একটি টিম চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৌঁছালে পুলিশের মাইক্রোবাসে রড ছোড়ে ডাকাত দল। এ সময় পুলিশ ধাওয়া করলে ডাকাত সদস্যরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে ডাকাত শামীমসহ তিন পুলিশ সদস্য আহত হন। তাদের আহতাবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি চাপাতি, দুইটি রড ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

চলতি মাসেই দেবিদ্বারে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও ২ ডাকাত নিহত হন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।