ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রাক চাপায় সাইকেল চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
কুমিল্লায় ট্রাক চাপায় সাইকেল চালক নিহত

কুমিল্লা: কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় ট্রাক চাপায় বাইসাইকেল চালক ফয়সাল (১২) নিহত হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল নগরীর নুরপুর এলাকার টিপু মিয়ার ছেলে।

ফয়সাল একটি গ্রিল কারখানার শ্রমিক ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি একটি ট্রাক বাইসাইকেল চালক ফয়সালকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক করেছে।  

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।