ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, ডিসেম্বর ৩১, ২০১৭
কালকিনিতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রান্ত বিশ্বাস (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রান্ত বিশ্বাস ওই উপজেলার অমল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৩০ ডিসেম্বর) রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে প্রান্ত তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। সকালে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।