ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সাভারে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

সাভার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের সাভার উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

সোমবার (০১ জানুয়ারি) সকাল থেকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে করে সারাদেশের মতো সাভারেও টিকা প্রদানসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

চার দফা দাবিগুলো হলো- বেতন স্কেল নির্ধারণ, মাঠ-ভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা মূল বেতনের ৩০ ভাগ প্রদান, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত সময়ের মধ্যে শূন্যপদ পূরণ এবং ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তন করে নিয়োগ।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন সফল করার লক্ষে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তরা।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।