ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ১০ দিনব্যাপী বইমেলা শুরু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
ময়মনসিংহে ১০ দিনব্যাপী বইমেলা শুরু  বইমেলার উদ্বোধন অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। নগরীর টাউন হল মাঠে মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে এ বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। 

ময়মনসিংহ পৌরসভার আয়োজনে তৃতীয়বারের মতো এ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রিন্সিপাল কৃষিবিদ আব্দুর রফিক প্রমুখ।

 

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বলেন, মানুষের সুকুমার প্রবৃত্তিগুলো পরিচর্যা করতে ময়মনসিংহ পৌরসভার এ ধরনের আয়োজন। ময়মনসিংহ পৌরসভা ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করছি তারা এ ধারা অব্যাহত রাখবে।  

সভাপতির বক্তৃতায় ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু বলেন, বই মূল্যবোধ চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বইয়ের বিকল্প নেই। সামাজিক অবক্ষয় রোধ করতে পারে বই।

এ মেলায় প্রায় ৫০টি খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ঠাঁই পেয়েছে।

বাংলাদেশ সময়:  ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮ 
এমএএএম/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।