ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
বরিশালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ স্লোগান নিয়ে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে ফেস্টুন এবং পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা আনসার কমান্ড্যান্ট এসএম কামাল হোসেন।

পরে সেখান থেকে বের হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র‌্যালি বান্দ রোড, সদর রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্টসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।