ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনশন প্রত্যাহার করলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
অনশন প্রত্যাহার করলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা  জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আশ্বাসের প্রেক্ষিতে টানা ছয়দিন আমরণ অনশনের পর তা প্রত্যাহার করলেন নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। 

শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ভাঙার ঘোষণা দেন তারা।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া, প্রধানমন্ত্রীর একান্ত সচিব -১ সাজ্জাদুল হাসান জাতীয় প্রেসক্লাবে গিয়ে আন্দোলনরতদের প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান।

 

এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। আমরা আশা করছি খুব শিগগির বিষয়টির সমাধান হয়ে যাবে।   

এরপরই আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী।

তিনি বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান। প্রধানমন্ত্রীর আশ্বাসে আমরা আমরণ অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছি।  

অনশনে অংশ নেওয়া ৩ হাজারের বেশি শিক্ষক রোববার থেকে শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলেও জানান তিনি।  

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা কিশোর কুমার সমাদ্দার বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর কথার ওপর বিশ্বাস করে আন্দোলন স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি আমাদের দিকে নজর দিয়েছেন। আমরা এখন অপেক্ষায় থাকবো কখন আমাদের কাঙ্ক্ষিত বার্তাটির জন্য।  

এদিকে শুক্রবার সকালে নন-এমপিও শিক্ষকদের অনশনে সংহতি প্রকাশ করেন বিকল্প ধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশসহ বিভিন্ন সংগঠনের নেতারা।  

এদিকে এ পর্যন্ত গত ছয়দিনে আমরণ অনশনে অংশ নেওয়া নন-এমপিও ১৩১ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার ১৯ শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।  

অসুস্থ শিক্ষকের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে ২৬ ডিসেম্বর প্রায় ৫ হাজারের বেশি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।  

কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত না পাওয়ায় গত ৩১ জানুয়ারি (রোববার) থেকে প্রেসক্লাবের সামনে আমরণ কর্মসূচি শুরু করেন নন এমপিও শিক্ষকরা। এক পর্যায়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।  

পড়ুন>>
** 
প্রধানমন্ত্রীর আশ্বাস ছাড়া ঘরে ফিরবো না

কিন্তু  তার আশ্বাসে ভরসা রাখতে পারেননি আন্দোলনরতরা।  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্বাসের দাবি করেছিলেন তারা।  

শুক্রবার সকালে সংগঠনটির সভাপতি মাহমুদুন্নবী বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস ছাড়া আমরা অনশন প্রত্যাহার করবো না।  

এবার প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ায় জাতীয় প্রেসক্লাব চত্বর ছেড়ে এলাকায় গিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮/আপডেট: ১৮৪৬
এমআইএইচ/এসজে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।