মঙ্গলবার (৭ নভেম্বর) মধ্যরাতে শহরের বারোঘড়ি পাড়া দক্ষিণটারি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাহারুল ইসলামের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
জলঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মমতাজুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
জলঢাকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলু ইসলাম বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। যার কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিপি