ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ইঁদুর নিধন অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
ফেনীতে ইঁদুর নিধন অভিযান জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে র‌্যালি। ছবি: বাংলানিউজ

ফেনী: ‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ এ স্লোগানে ফেনীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ শুরু হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বুধবার (৭ নভেম্বর) সকালে ফেনী সদর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, উপজেলা কৃষি অফিসার আবু নাইম মোহাম্মদ সাইফুদ্দিন।

অনুষ্ঠানের আগে ফেনী সদর উপজেলা চত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালি বের হয়ে। র‌্যালিটি শহরের হাসপাতাল মোড় হয়ে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।