বুধবার (০৭ নভেম্বর) সকালে ইউনিয়নের নলডুবি গ্রামে হঠাৎ করেই চলে আসা হনুমানটি।
স্থানীয় জানায়, হঠাৎ করেই লোকালয়ে চলে এসেছে হনুমানটি।
খবর পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’র সভাপতি আরাফাত রহমানসহ অত্র সংগঠনের কয়েকজন সদস্য চলে যান নলডুবি গ্রামে। এরপর তারা উৎসুক মানুষকে হনুমানটিকে বিরক্ত না করার জন্য অনুরোধ করেন।
আরাফাত রহমান আরও জানান, সকাল ৯ টার দিকে হনুমানটি গাছে উঠে অবস্থান নেয়। বিকেল নাগাদ সেখানেই অবস্থান করছে। হনুমান ঘিরে উৎসুক মানুষের ভিড় করছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
এমবিএইচ/ওএইচ/