বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় স্টেডিয়াম পার্শ্ববর্তী হাসপাতাল এলাকার বাসিন্দারা এ হামলা চালায় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মুখোমুখি হয় রাইজিং স্টার ক্লাব বনাম উইন স্টার ক্লাব।
খেলা শেষে সন্ধ্যায় স্টেডিয়ামে উপস্থিত কিছু উশৃঙ্খল জনতা হঠাৎ করে ইটপাটকেল ছুড়ে অতর্কিতভাবে ক্রীড়া ভবনে হামলা চালায়। এসময় ক্রীড়া ভবনের বেশকিছু জানালার গ্লাস ভাঙচুর, জাতীয় ফুটবল দলে সাবেক সদস্য প্রদীপ বড়ুয়া, ক্রীড়া সংগঠক দীপংকর খীসা এবং ক্রীড়া সাংবাদিক দীপ্ত হান্নানর মোটরসাইকেল হামলার শিকার হয়। তবে খেলোয়ার এবং ক্রীড়া কর্মীরা নিরাপত্তা স্থানে অবস্থান নেওয়ায় কেউ আহত হয়নি।
ঘটনার পর থেকে ক্রীড়া সংগঠকরা এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেন।
এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম বাংলানিউজকে বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। কারা এ হামলা চালিয়েছে এখনো জানতে পারিনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিপি