নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর ও পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরেই রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা নাটোরের চালকদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করে আসছিলেন। বার বার বলার পরও বিষয়টি সুরাহা করেনি রাজশাহী কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আহ্বানে মীমাংসার চেষ্টা চলছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, হঠাৎ বাস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকে বাসস্ট্যান্ড ও টার্মিনালে গিয়ে বাস না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে অনেক দূরপাল্লার যাত্রীদের। আর চাকরিজীবী, ছাত্র-ছাত্রী ও রোগীদের বিকল্প যানবাহনে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআই