সোমবার (১২ নভেম্বর) বিকেল ৪টা থেকে বন্দরের বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সঙ্গে নিয়ে বন্দর কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান চালায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বন্দরের আশপাশে শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল।
উচ্ছেদ অভিযানে অংশ নেয় বেনাপোল বন্দর আনসারের এপিসি শফিকুল হোসেন, নিরাপত্তা সংস্থা পিমার কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দীন বাংলানিউজকে জানান, বন্দরের আশপাশে অবৈধ স্থাপনা থাকায় নিরাপত্তায় মারাত্মক ঝুঁকি ছিল। বিশেষ করে অগ্নিকাণ্ডের সম্ভবনা বেশি থাকে। বিষয়টি মাথায় রেখে এসব অবৈধ দোকান পাট উচ্ছেদ শুরু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি