ওইদিন থেকে প্রথম দফায় ২২৬০ জন রোহিঙ্গা যাবেন। প্রতিদিন ফেরত যাবেন ১৫০ জন করে রোহিঙ্গা।
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে গত ৩০ অক্টোবর যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।
ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের একটি তালিকা হস্তান্তর করা হয়। সে সময় সিদ্ধান্ত নেওয়া হয় ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।
বাংলাদশে সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
টিআর/জেডএস