ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন (৩০) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হাসিব সরকার হিমেল (২৫) নামে অপর একজন।

রোববার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সুমন জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার আইয়ুব আলীর ছেলে।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, সকালে বরুদা এলাকার আজিজুল হকের চারতলা ভবনে রংয়ের কাজ করছিলেন সুমন ও হিমেল। এসময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া ১১০০ ভোল্টের বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং হিমেলকে হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮ 
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।