ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
উল্লাপাড়ায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু   

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত আশুতোষ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশুতোষের বাড়ি উপজেলার দুর্গানগর ইউনিয়নের রাইনতা গ্রামে।

 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ বাংলানিউজকে জানান, প্রায় ৩০ বছর আগে প্রেম করে পাশের কালু নামে এক ব্যক্তিকে বিয়ে করেন আশুতোষের এক বোন। এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। দীর্ঘ ৩০ বছর পর মেয়েকে কিছু জমি দিতে চান আশুতোষের বাবা লংকেশ্বর। এ বিষয়টি মেনে নিতে না পেরে আশুতোষ তার বাবাকে দু’দিন ধরে ঘরে আটকে রাখেন। খবর পেয়ে কালু ও তার স্বজনেরা লংকেশ্বরকে উদ্ধার করতে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আশুতোষ আহত হলে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, অভিযোগ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।