ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কথা রাখলেন না জনপ্রতিনিধিরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
কথা রাখলেন না জনপ্রতিনিধিরা! বেড়াখাল গ্রামে করাঙ্গী নদীর ওপর বাঁশের সাঁকো

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলার বেড়াখাল গ্রামে করাঙ্গী নদীর ওপর আজও নির্মিত হলো না একটি ব্রিজ। ফলে ওই এলাকার পাঁচটি গ্রামের হাজারও লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে।

নির্বাচন এলে অনেক জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেননি।

স্থানীয়দের সঙ্গে কথা বলেন জানা যায়, দীর্ঘদিন ধরে বেড়াখাল গ্রামে করাঙ্গী নদীর ওপর ব্রিজ নির্মাণ ছিল সাধারণ মানুষের প্রাণের দাবি।

এরমধ্যে অনেক জনপ্রতিনিধি ব্রিজটি নির্মাণ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও কেউ বাস্তবায়ন করেননি। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন— ‘এবার নির্বাচনের আগে যে আমাদের এ প্রাণের দাবি বাস্তবায়নের কাজ শুরু করবেন, তাকেই আমরা নির্বাচিত করবো। ’

বেড়াখাল গ্রামের শ্রমিক আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, ‘খরস্রোত করাঙ্গী নদীর ওপর বাঁশের সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন চলাচল করছে। এরমধ্যে পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্ষাকালে অবস্থা আরও বেগতিক হয়ে যায়।

এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন মালেক।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ‘করাঙ্গী নদীর এক পাশে বেড়াখাল অন্য পাশে আলুয়া গ্রাম। উভয় প্রান্তের আরও তিন গ্রামের লোকজন এ বাঁশের সাঁকো ব্যবহার করেন। স্কুল, কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হয়। বিষয়টি এলাকাবাসী জানালে মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে সাঁকোটি সরেজমিন পরিদর্শন করি। ’

‘ওই এলাকায় যাওয়ার পর লোকজন তাদের সমস্যার কথা তুলে ধরেন। এলাকার হাজারও মানুষের কল্যাণে এখানে ব্রিজ নির্মাণ সময়ের দাবি। কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক চিঠি পাঠানো হবে। পাশাপাশি প্রকৌশলগত দিক শেষ করেও সংশ্লিষ্ট বিষয়ে চিঠি পাঠানো হবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।