শুক্রবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়।
মামুন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের আমছেরদারী গ্রামের সামসুল ইসলামের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা ও নাটোরের লালপুরসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতালের সামনে, বাজার, দোকান ও খোলা জায়গায় পার্কিং করা মোটরসাইকেল চুরি করে আসছিল একটি সংঘবদ্ধ দল।
গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর ইউনিয়নের জয়নগর পূর্বপাড়া পুলিশ অভিযান চালিয়ে মামুন নামে একজনকে আটক করলেও পালিয়ে তার দুই সহযোগী। পরে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী নিজ ঘরের মেঝে খুঁড়ে বিভিন্ন মালামাল জব্দ করে পুলিশ।
জব্দকৃত মালামালের মধ্যে তিনটি মোটরসাইকেল ছাড়াও রয়েছে মোটরসাইকেলের চাবি, জাল সনদপত্র, চেসিস ও ইঞ্জিন নাম্বার পরিবর্তনের বিভিন্ন অক্ষরের লোহার ডাইস, বিআরটিএ কর্তৃপক্ষের নামের সিল, বিআরটিএ অফিসের সিল, ইঞ্জিন নাম্বার তৈরি করার যন্ত্র।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, নতুন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশের সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
আরএ