ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রবাসী আ'লীগ সমর্থককে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
সিলেটে প্রবাসী আ'লীগ সমর্থককে পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

সিলেট: সিলেটে কওসর আহমদ (৩৫) নামে কুয়েত প্রবাসী এক আওয়ামী লীগ সমর্থককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট নলকট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কওসর আহমদ ওই গ্রামের মাহমুদ আলীর ছেলে।

এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে কওসরকে পিঠিয়ে হত্যা করা হয়েছে।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়েছে। নিহত যুবককে এক পক্ষ আওয়ামী লীগের সমর্থথক দাবি করলেও বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি।

এ ঘটনায় পেয়ারা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।