ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের বিসিক নগরীর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
না’গঞ্জের বিসিক নগরীর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর ইমু ফ্যাশন নামে একটি পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার সুইং সেকশনের সুপার ভাইজার মিলন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইমু ফ্যাশনের ফিনিসিং সেকশনে আগুন দেখে কর্তৃপক্ষ শ্রমিকদের কারখানার তিনতলা ভবন থেকে নিচে নামার আহবান জানায়।

পরে শ্রমিকরা দ্রুত নিচে নেমে পড়েন। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পুড়ে গেছে কারখানায় তৈরিকৃত সিপমেন্টের টি শার্ট ও মেশিনপত্র।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল্লাহ আল আরফিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।