ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০  সংঘর্ষে আহত ব্যক্তি। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার বওড়াতলা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ওই গ্রামের পিন্টু হোসেন (২৭), ওয়াসিম হোসেন (২৩), আবুল কালাম (২৬), সুজন হোসেন (২৫), রাজু আহমেদ (২৪), জাহিরুল ইসলাম (৪০) ও সবুজ সোহেলসহ (২৪) ১০ জন।

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, বওড়াতলা গ্রামের বিশারত আলী ও বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।