বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনারী গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) সকালে আবু তাহেরের ঘরের খোলা দরজা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
তারা আরও জানান, নিহত আবু তাহের একজন মাদকসেবী ও বিক্রেতা। তার স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে কুলসুম বেগম বিদেশে শ্রমিক হিসেবে কাজ করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, নিহত আবু তাহেরের বুকের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসআই