নিহত উপজেলার গাড়ীদহ ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আহতরা পাশের জয়নগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শুক্রবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাসস্ট্যান্ড বাবলু ফিলিং স্টেশনের সামনে এ দু্র্ঘটনা ঘটে।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল নন্দী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইটবোঝাই একটি ট্রলি নয়মাইল এলাকা থেকে শেরপুর উপজেলা শহরের দিকে যাচ্ছিলো। এসময় একইদিক থেকে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৭৩) ট্রলিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক দুলাল হোসেন, ট্রলির উপরে থাকা আলামিন ও আব্দুল বারী আহত হন।
পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ট্রলি চালক দুলালকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, এ ঘটনায় বাসটি আটক করলেও পালিয়ে যাওয়ায় বাসচালক ও হেলপারকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমবিএইচ/এএটি