আটক ডাকাত সদস্যরা হলেন- আড়াইহাজার উপজেলার মরদাসাদী গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে মো. শের আলী (২৪), একই উপজেলার ঝালাকান্দি গ্রামের রফিকুলের ছেলে রহিম (১৯), জোগারদিয়া গ্রামের মৃত জামালের ছেলে সজীব (১৮), গাজীপুরা গ্রামের মৃত হান্নানের ছেলে কাউছার (১৯), জোগারদিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে কাওছার (২০) ও মরদাসাদী গ্রামের মাঈন উদ্দিনের ছেলে ফালান (১৮)।
সোমবার (৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হয়েছে।
জানানো হয়, রোববার (৬ জানুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ডগুলি, ছয়টি তাজা হাতবোমাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ওসি মোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াগাঁও ইউনিয়নের পেকিরচর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যদের কয়েকজন পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ৬জনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ওএইচ/