রাজাপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ছবি: বাংলানিউজ
ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত সদস্যরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ বিভ্ন্নি মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।
সোমবার (০৮ জানুয়ারি) দিনগত রাতে রাজাপুরের উত্তর আদাখোলা গ্রামে সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাক সিকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
রাজ্জাক সিকদার জানান, দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে ছিলেন।
কিছু দিন আগে তিনি বাড়িতে এসেছেন। সোমবার মধ্যরাতে ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাসাইকে জিম্মি করে। এসময় তারা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, কয়েকটি মোবাইল ও নগদ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এতে বাধা দিলে ডাকাতরা রাজ্জাক ও তার মা আয়েশা বেগমকে মারধর করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।