বুধবার (০৯ জানুয়ারি) দুপুরে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় অংশ নেয়।
মন্ত্রী আরও বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে কাজ করবে সরকার। উত্তর জনপদে সরকারের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রাম জেলা আর মঙ্গাপিড়িত থাকবে না।
সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সবার সহযোগিতাও প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
এ সময় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বিপঙ্কর রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) শহীদ সোহরাওয়ারর্দী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরআগে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এফইএস/এসএইচ