বুধবার (০৯ জানুয়ারি) বিকেলে সোহেল ও জসিম নামে সেই দুই আসামি নোয়াখালী আমলি আদালত-২ (চরজব্বর) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে ৬ জানুয়ারি এ দুই আসামিসহ মামলার সাত আসামিকে পাঁচদিন করে রিমান্ড দেন আদালত।
এর আগে সোমবার (০৭ জানুয়ারি) বিকেলে রিমান্ড আবেদনের জন্য মামলার মোট ১০ আসামির মধ্যে সালাউদ্দিন ও আবুলসহ তিনজনকে আদালতে হাজির করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই সময় রিমান্ড মঞ্জুর করার আগেই সালাউদ্দিন ও আবুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল খায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসআই