ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চারঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
চারঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নরসিংদী: চারঘণ্টা ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকার পর বিকেল সাড়ে ৫টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৫টায় ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন সংযুক্ত করে বিকল ট্রেনটি সচল করে।

কালনী ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় ঘোড়াশাল স্টেশন ছেড়ে গেলে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এরআগে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর ১টার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এর ফলে নরসিংদী স্টেশনে আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার, আমিরগঞ্জ স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।