বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেল ৫টায় ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন সংযুক্ত করে বিকল ট্রেনটি সচল করে।
এরআগে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর ১টার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এর ফলে নরসিংদী স্টেশনে আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার, আমিরগঞ্জ স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
জিপি