শনিবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় নাটোরের সিংড়া কোর্ট মাঠে উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ সিংড়া গড়তে নাগরিক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদাররা রাস্তায় দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে, নিম্মমানের কাজ করে জনগণ ভোগান্তির শিকার হবে, তা হবে না।
তিনি আরো বলেন, বিগত ১০ বছরে সিংড়াকে উন্নত, আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। এবার যুদ্ধ হবে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
এনটি