শনিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নামুজা সড়কের চাঁদমুহা হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার ছোট টেংরা গ্রামের লোকমান হোসেনের ছেলে সামছুর রহমান ও সাজনা গ্রামের বিলেত আলীর ছেলে আনিছার রহমান।
এ ঘটনায় শিহাব ও নুরু মিয়াসহ ৩জন আহত হন। এদের মধ্যে শিহাব ও নুরু মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার উপ- পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হতাহতরা ঘোড়াধাপ বাজার থেকে একটি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। পথে চাঁদমুহা হরিপুর এলাকায় অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ন-১১-৪৭২৪) মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হন। পরে স্থানীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে সামছুর রহমান ও আনিছার রহমান মারা যান।
ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে পিকআপচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি যোগ করেন এসআই জাহাঙ্গীর আলম।
এর আগে বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা রাতে বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কে ভটভটি-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমবিএইচ/এএটি