ঢাকা আবাহনী লিমিটেডের কর্মকর্তা ও খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ
নীলফামারী: নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ঢাকা আবাহনী লিমিটেডের কর্মকর্তা ও খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে খেলোয়াড়রা ইউএস-বাংলার ফ্লাইটে সৈয়দপুর পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শেখ কামাল স্টেডিয়াম নীলফামারীতে এই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর “বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৮-২০১৯”।
বসুন্ধরা কিংস এর হোম ভেন্যু হিসেবে স্বীকৃত শেখ কামাল স্টেডিয়াম নীলফামারীতে বুধবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম খেলা।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে গত আসরের বিপিএল চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ঢাকা বনাম সদ্য সমাপ্ত স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই মাঠে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।