মঙ্গলবার (২২ জানুয়ারি) রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে বিনামূল্যে এসব বই তুলে দেওয়া হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিপ্লব ভৌমিক বলেন, এ বই বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।
রামপুরা ট্রাফিক জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মোছা. লুবনা মোস্তফা বলেন, ট্রাফিক সচেতনতার বিষয়ে ডিএমপি কমিশনারের উদ্যোগে প্রকাশিত বই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ক্লাসে এ বিষয়ে শিক্ষার্থীদের জানানোর জন্য শিক্ষকদের অনুরোধ করেছি।
এসময় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মতবিনিময় করেন এবং ট্রাফিক সচেতনতার বিষয়ে বিভিন্ন নির্দেশনার কথা জানান।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
পিএম/আরবি/