রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী যুগপূর্তি জাতীয় এ পিঠা উৎসব শুরু হচ্ছে বুধবার (২৩ জানুয়ারি) থেকে। আর এ উৎসবে এবার পাওয়া যাবে প্রায় ২০০ ধরনের পিঠা।
মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন জাতীয় পিঠা উৎসবের আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ দিনব্যাপী এ পিঠা উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। উৎসব অঙ্গনে প্রতিদিন বিকেল চারটা থেকে পিঠাপ্রেমীদের জন্য উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে নাটক, নৃত্য, অবৃত্তি, সংগীতসহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন উদযাপন কমিটির সভাপতি ম হামিদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক, চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীসহ বিশিষ্টজনেরা।
সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাঙালির প্রতিটি পিঠায় প্রাণের ছোঁয়া থাকে, আবেগ মিশে থাকে, এটি পৃথিবীতে বিরল।
এসময় তিনি পিঠা শিল্পীদের পিঠার মান ঠিক রাখা এবং প্রতিটি স্টলে রুচিশীল পরিবেশ তৈরি করার জন্যও আহ্বান জানান।
উদযাপন কমিটির সভাপতি ম হামিদ বলেন, আমরা ঘরে যে পিঠা খেতাম, সেটা এখন বাইরে চলে এসেছে। তবে এখান থেকে আমরা ঘরেও পিঠা নিয়ে যেতে পারি। আমাদের আঞ্চলিক পিঠাগুলোকে আরো বিকশিত করতে হবে। আর এখন এটি একটি মিলিত শিল্পে পরিণত হয়েছে।
সভায় উৎসবের বিস্তারিত তুলে ধরেন পিঠা উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব খন্দকার শাহ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সিনিয়র সদস্য কাজী রশিদ, অভিনেতা আব্দুল আজিজ, শিল্পকলা একাডেমির সচিব কাজী আসাদুজ্জামানসহ বিভিন্ন পিঠা কারিগররা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে এ উৎসব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা; জানুয়ারি ২২, ২০১৯
এইচএমএস/এসএইচ