ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৯
টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ইয়াবাসহ আটক আবুল কালাম।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই লাখ পিস ইয়াবাসহ আবুল কালাম (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আবুল কালাম মিয়ানমারের মংডুর মাংগালা গ্রামের মৃত ইউসুফের ছেলে।

র‌্যাব ১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে হ্নীলা নয় নম্বর ওয়ার্ডের হাসান মিয়ার বাড়ি সংলগ্ন জাদিমুরা এরাকায় টেকনাফ- কক্সবাজার সড়কের পাশে ইয়াবা বেচাকেনার জন্য জড়ো হয়েছেন ইয়াবাকারবারিরা। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বস্তাভর্তি দুই লাখ পিস ইয়াবাসহ আবুল কালামকে আটক করা হয়। ধারনা করা হচ্ছে, বস্তায় ভরে বিপুল পরিমান ইয়াবা বাইরে পাচারের জন্য সেখানে অবস্থান নিয়েছিল।

এ ঘটনায় টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।