রোববার (০১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক মাসে (নভেম্বর) জব্দ করা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪২০ পিস ইয়াবা , ৩৬ হাজার ৪০৩ বোতল ফেনসিডিল, বিদেশি মদ আট হাজার ১০৮ বোতল , বাংলা মদ ২৭৮ লিটার , বিয়ার ৪৮৩ ক্যান , গাঁজা ৫৭১ কেজি , হেরোইন ৯০৭ গ্রাম , এ্যানেগ্রা ও সেনেগ্রা ৮৯ হাজার ৮৯৯টি ট্যাবলেট এবং ৯৬৯টি ইনজেকশন।
পাশাপাশি জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ, ইমিটেশন গহনা ১১ হাজার ১৫২টি , কসমেটিক্স সামগ্রী এক লাখ ৯ হাজার ৩১৭টি , ১ হাজার ২৫৭টি শাড়ি, ২৭৫টি থ্রিপিস/শার্টপিস, ১ হাজার ৩২৫টি তৈরী পোশাক, ৮ হাজার ৩৬৭ মিটার থান কাপড়, ৬টি কষ্টি পাথরের মূর্তি, ২৩ হাজার ৪২০ ঘনফুট কাঠ ও ১ হাজার ৭২৬ ফুট লম্বা কাঠ, ১ হাজার ৬৯৯ কেজি চা পাতা, ২২টি ট্রাক, ৩টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ১১টি সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৪০টি মোটর সাইকেল।
এছাড়াও উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি বন্দুক, একটি এলজি, ৯৫০ গ্রাম গান পাউডার এবং ৬ রাউন্ড গুলি। নভেম্বর মাসে সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৬৩ জন বাংলাদেশের, ৭ জন ভারতের এবং ৪ নাইজেরিয়ান নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএমআই/এমএইচএম