শনিবার (০৭ ডিসেম্বর) ভোরে সাত বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা।
এরপর সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহ উদ্দীন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ আবু রায়হান, সদস্য সচিব লায়লা পারভিন সেজুতি প্রমুখ।
পরে জাতির শান্তি, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এনটি