ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে কোটি টাকার সুতা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, ডিসেম্বর ৯, ২০১৯
না’গঞ্জে কোটি টাকার সুতা জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ টন সুতা জব্দ করেছে ঢাকা বন্ড কাস্টমস কমিশনারেট। সুতাগুলো বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত কোটায় আমদানি করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কমিশনারের নির্দেশনায় ডেপুটি কমিশনার রেজভী আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় টানবাজারের বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের গোডাউন থেকে ১০ টন সুতা জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।  

ডেপুটি কমিশনার রেজভী আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ ছিলো বন্ডের সুতা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে। এ বন্ডের সুতা খোলাবাজারে চলে যাওয়ার ফলে দেশীয় শিল্প হুমকির মুখে পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।