ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাপুরে সরানো হলো সড়কে আটকে পড়া কাভার্ড ভ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
রাজাপুরে সরানো হলো সড়কে আটকে পড়া কাভার্ড ভ্যান

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে আটকে পড়া কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল।

সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হলে স্বাভাবিক হয় সড়কের যান চলাচল।

এর আগে সকালে ঝালকাঠির রাজাপুরের বিশ্বাসবাড়ি এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যান সড়কের মধ্যে খাদে আটকে পড়ে।

এতে ওই সড়কে বড় ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সড়কটিতে নির্মাণের কাজ চলছিলো। সোমবার সকালে পিরোজপুরে যাওয়া একটি কাভার্ডভ্যানের চাকা নির্মাণাধীন সড়কের বালুতে দেবে গিয়ে আটকা পরে। এতে সড়কটিতে বড় ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।  

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সকালে এ ঘটনায় এক থেকে দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিলো। তবে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দ্রুত কাভার্ডভ্যানটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।