সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমির হল রুমে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে জেলা ও সদর উপজেলার ৫ জন করে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
জেলার ৫ শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিক সাফল্যে মৌসুমী চক্রবর্তী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোছা. ফাতেমা খাতুন, সমাজ উন্নয়নে রেনুকা বিশ্বাস, সফল জননী হিসেবে ছালেহা বেগম ও নির্যাতন প্রতিরোধে সাকিলা আরজু।
গোপালগঞ্জ সদর উপজেলার ৫ শ্রেষ্ঠ জয়িতারা হলেন- অর্থনৈতিক সাফল্যে মৌসুমী চক্রবর্তী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে শিমুল বিশ্বাস, সমাজ উন্নয়নে পর্শিয়া সুলতানা, সফল জননী হিসেবে ছালেহা বেগম ও নির্যাতন প্রতিরোধে সাকিলা আরজু।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংগঠনের নারী নেতা ও সাধারণ নারীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫১২, ডিসেম্বর ০৯, ২০১৯
আরএ